হোসেনপুরে ৭টি গাভী ও ৩টি ঘর পুড়ে ছাই

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :১৮ মার্চ ২০১৬, শুক্রবার,
হোসেনপুর উপজেলার চরজিনারী গ্রামের আবু বকর ছিদ্দিকের বাড়িতে অগ্নিকান্ডে ৭টি গাভী, ৩টি ঘর, ১টি ছাগল, ৩০টি হাঁস-মুরগী, মসজিদের ১৮টি টিন ও নগদ ষোল হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫ প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ির মালিক জানায়, বৃহস্পতিবার রাতে গোয়াল ঘরে গমের ভূষি দিয়ে মশা তারানোর জন্য ধোঁয়া দেয়া হয় এখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ছিদ্দিকের গাভী মোটা তাজাকরণ করে বিক্রয় করাই ছিল তার পেশা। এখন তার শেষ সম্বল টুকু আগুনে পুড়ে ছাই হওয়ায় পরিবারটি দিশেহারা হয়েছে গড়েছে।