| দুপুর ১২:৪২ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে গরিব রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষুসেবা প্রদান

বাজিতপুর সংবাদদাতাঃ- কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরে আজ শুক্রবার গরিব রোগীদের মাঝে বিনামূল্যে চক্ষুসেবা  প্রদান করছে মেঠোপথ ৮৯ ব্যাচে।

বাজিতপুর পৌরশহরের শতাধিক বছরের বিদ্যাপিঠ বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে আজ সকাল ৯টা হইতে বিকাল ৩ টা পর্যন্ত মেঠোপথ ৮৯ ব্যাচ এর তথ্যাবধায়ক ডাঃ লেঃ কর্ণেল আপেল মাহমুদ আনোয়ারের তত্বাবধানে বিভিন্ন বয়সের ৩-৪ শত রোগীকে চোখের ছানি, চোখ অপারেশন, চশমা প্রদান, চিকিৎসার যাবতীয় ঔষধ সহ সমস্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এসময় রোগীদের আসা যাওয়ার খরচ ঢাকার দৃষ্টি উন্নয়ন ডাচ্ এর মাধ্যমে এ সেবা প্রদান করা হয়েছে। চক্ষু অপারেশনে ন্যাশনাল ইউনির্ভারসিটির সহযোগী অধ্যাপক ডাঃ শাহিন রেজা, বাজিতপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ ফাতেমা আক্তার রুমি, মোঃ বুলবুল মিয়া, মোঃ হুমাইয়ুন মিয়া, মোঃ বাকের হোসেন বুলু, মোঃ শহিদুল ইসলাম দুলাল।

রোগীরা জানান মেঠোপথ ৮৯ ব্যাচের সহযোগীতায় দৃষ্টি উন্নয়ন ডাচ্ এর স্বাস্থ্য বিভাগের ডাক্তার সহ অন্যান্য সহযোগীরা বিনা খরচে তাদের ভালো চিকিৎসা সেবা দিয়েছে বলে তারা ব্যক্ত করেন।

সর্বশেষ আপডেটঃ ১:৩৭ অপরাহ্ণ | মার্চ ১৮, ২০১৬