| সকাল ৯:৩৪ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধুর নাম কখনই কেউ মুছে দিতে পারবে না —— ওবায়দুল কাদের

ত্রিশাল প্রতিনিধিঃ   ইতিহাসের সেই মহানায়ক বঙ্গবন্ধুর নাম কখনই কেউ মুছে দিতে পারবে না।’ ‘রাজনীতি করলেই ক্ষমতা আসে না, তার জন্য লড়াই-সংগ্রাম করতে হয়। আর জনসেবা করতে হলে ক্ষমতার প্রয়োজন হয়। আমার যেটুকু ক্ষমতা রয়েছে তা আমি জনসেবায় প্রয়োগ করি। আমি ভাষণ দিতে চাই না, কাজ করতে চাই। যার ভাষণ কর্তৃত্ব করেছিল তিনি হলেন বঙ্গবন্ধু আর যার ভাষণ নেতৃত্ব দিয়ে যাচ্ছে তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণ দেওয়ার সময়টুকু আমি রাস্তায় কাজ করে জনসেবা করতে চাই। আর যারা ভাষণ দেবেন তারা পড়া-লেখা করে ভাষণ দেবেন। পড়া-লেখা না করলে রাজনীতিতে আসার দরকার নেই।

কথাগুলো বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বৃহস্পতিবার ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৭তম জন্মজয়ন্তী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, ‘দেশের উন্নয়নের জন্য ডিজিটাল হতে হবে তবে আচার- ব্যবহারের দিক থেকে এ্যানালগ হতে হবে। যার প্রকৃষ্ট উদাহরণ বঙ্গবন্ধু এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনাও ঠিক একইভাবে তা অনুসরন করে চলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছেন দুইটি অস্ত্র সততা ও সাহসের মাধ্যমে। সাড়ে আটাশ হাজার কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে দেশের দীর্ঘতম পদ্মা সেতু। প্রধানমন্ত্রী কখনও বলেন নি ঐ প্রজেক্টটি অমুককে দিন। বরং তিনি আমাকে বলেছেন আপনার ওখানে আপনি সততার সাথে কাজ করুন। কোন প্রকার দুর্নাম যেন আমি না শুনি। আর আমি তাই করে যাচ্ছি। আমাদের লক্ষ্য পরবর্তী নির্বাচন নয় আমাদের লক্ষ্য পরবর্তী জেনারেশন।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘জীবিকার জন্য নয় জীবনের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে। ভয়কে জয় করতে হবে। চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বঙ্গবন্ধু সবসময় অসম্ভবকে অতিক্রম করতেন এবং চ্যালেঞ্জকে গ্রহণ করতেন। আসলে বাধা-বিঘœকে অতিক্রম করে এগিয়ে চলাই জীবন।

মার্টিন লুথার কিং জুনিয়রের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‘অন্ধকার দিয়ে কখনও অন্ধকার দূর করা যায় না, আলো দিয়ে অন্ধকার দূর করতে হয়। তেমনি হিংসা দিয়ে হিংসা দূর করা যায় না ভালোবাসা দিয়ে হিংসা দূর করতে হয়।’ এছাড়া লোভ-লালসা ত্যাগ করতে হবে। লোভী কেউ কখনও বঙ্গবন্ধুর অনুসারী হতে পারে না।’ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী বিশ্ববিদ্যালয়কে দুইটি বাস প্রদানের আশ্বাস প্রদান করেন।

এর আগে মন্ত্রী প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। প্রথমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এম.পি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম পুষ্পস্তবক অর্পন করেন।
আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান ও প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদ, সাধারন সম্পাদক আপেল মাহমুদ।

এদিকে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি, চিত্রাঙ্কন ও দেশের গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ও উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

সর্বশেষ আপডেটঃ ১১:০৭ অপরাহ্ণ | মার্চ ১৭, ২০১৬