বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শহর ছাত্রলীগের আনন্দ মিছিল
ফাহিম মোঃ শাকিলঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার শহর ছাত্রলীগের আনন্দ মিছিল শহর পদক্ষিণ করে।
র্যালীতে নেতৃত্ব দেন শহর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ এবং আরও উপস্থিত ছিলেন আশফাক আল রাফি শাওনসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
মিছিলে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার ফ্যাস্টুন নিয়ে বিশাল এই আনন্দ মিছিলটি শহরের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান সড়ক পদক্ষিণ করে ফের জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে শহর ছাত্রলীগ সভাপতি আবদুল্লাহ আল মামুন আরিফ এর উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার বিতরন করা হয়।