| রাত ৮:১৯ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র‌্যালী

স্টাফ রিপোর্টার :  মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আজ ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং শিশুদের মাঝে পুরস্কর বিতরণ করেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইডি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান, পুলিশ সুপার মঈনুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশীদ প্রমুখ।

পরে বঙ্গবন্ধুকে নিবেদন করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে টাউন হল প্রাঙ্গন থেকে শিশু সমাবেশ ও আনন্দ র‌্যালী বের হয়।

 

সর্বশেষ আপডেটঃ ১০:৪৩ অপরাহ্ণ | মার্চ ১৭, ২০১৬