| বিকাল ৩:৫০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দুর্গাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

মাসুম বিল্লাহ দুর্গাপুরঃ  জেলার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সকাল ৯.৩০ মিঃ পুস্পস-বক অর্পণ ও বেলুন উড়িয়ে দিবসের সূচনা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বর থেকে আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা, অন্যান্য রাজনৈতিক দলের নেতা ওকর্মীবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সরকারী ,বেসরকারী,সামাজিক প্রতিষ্ঠানের অংশ গ্রহনে এক বিশাল র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান(ভারঃ) এর নেতৃত্বে এক বিশাল কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম দিবস পালিত হয়েছে। এরপর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান(ভারঃ) এর সভাপতিত্বে জাতির জনকের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন  উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা  খান মোঃ হুমাযুন কবীর, আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,পৌার মেয়র মৌলানা আঃ ছালাম,প্রবীন রাজনীতিবীদ বাবু দূর্গাপ্রসাদ তেওয়ারী,সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসে তালুকদার,শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার শর্ম্মা প্রমুখ।আলোচনা শেষে  বিতর্ক ,চিত্রাংকন, ও আবৃত্তি প্রতিযোগীতা অনুষ্টিত হয়। বাদ যোহর মসজিদ,মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:৫১ অপরাহ্ণ | মার্চ ১৭, ২০১৬