হালুয়াঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত
হালুয়াঘাট ব্যুরো: হালুয়াঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিবস ও জাতীয় শিশুদিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এবং সেৱাগান ছিল বঙ্গবন্ধু সোনার বাংলায়, থাকবে শিশু সুরক্ষায়। গৃহীত কর্মসুচির মধ্যে ছিল শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এক বর্ণাঢ্য র্যালী। র্যালীটি হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় হতে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা এবং ছাত্রলীগের একাংশ আনিস আকন্দের নেতৃত্বে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেলালুজ্জামান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল হক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ময়না, মুক্তিযোদ্ধা কমান্ডার কবিরুল ইসলাম বেগ, উপাধ্যক্ষ আব্দুর রশিদ, সহকারী কমিশনার (ভুমি) শিহাব উদ্দিন আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা একে.এম আনিসুর রহমান, কৃষি কর্মকর্তা সুলতান উদ্দিন আহমেদ, মহিলা পরিষদের সভাপতি লুৎফুননাহার কবির, বক্তব্য রাখেন হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, ছাত্রলীগের সভাপতি বিল্লাল হক রানা। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা সৈয়দা নাসরিনা পারভীন।