| সকাল ৯:৫০ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

এম খলিলুর রহমান ঝিনাইগাতী প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলৰ্যে ১৭ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালন করেন। সকাল ৯ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের কার্যক্রম শুর্ব করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বিশাল র‌্যালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে উপজেলা চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদৰিণ শেষে পূনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়। র‌্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধাগণ, শিৰা প্রতিষ্ঠানের ছাত্র শিৰক, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি লোকজন অংশ গ্রহন করেন। র‌্যালী শেষে উপজেলা চত্তরে ইউএনও মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে  ও আওয়ামীলীগ নেতা হার্বন উর রশিদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা কৃষি কর্মকর্তা কোরবান আলী, ওসি মিজানুর রহমান, স্থানীয় মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার শামসুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জমশেদ আলী, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন, শিৰিকা রবেতা ম্রং, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা র্বপালী ও ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহম্মেদ শাওন প্রমূখ। পরে বিভিন্ন শিৰা প্রতিষ্ঠানের শিৰার্থীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার পুরস্কার প্রদান করেন। অন্যদিকে উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহম্মেদ শাওনের নেতৃত্বে দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৯ অপরাহ্ণ | মার্চ ১৭, ২০১৬