মুক্তাগাছায় জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
মুক্তাগাছা প্রতনিধি: মুক্তাগাছায় বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে পালিত হয়েছে। সকালে পৌর সভার রক্তিম স্বাধীনতার পাদদেশে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর বিশালাকৃতির প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পৰ থেকে পুষ্পার্ঘ অর্পন করা হয়। পৌরসভা, পৌর সাধারণ পাঠাগার ও মুক্তিযোদ্ধা সংসদ শহরে র্যালী করে। পৌরসভা ও পৌর সাধারণ পাঠাগার শিশুকিশোরদের নিয়ে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা ও বই পাঠ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করে। এতে পৌর মেয়র মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পৌর সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক আবুল কাসেম, সহসভাপতি মোখলেছুর রহমান, পৌরসভার সচিব মোঃ ইউনুস আলী, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন। ছাত্র নেতা আক্রাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ শহরে আনন্দ র্যালী শেষে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করে। ছাত্রলীগের অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট বদর উদ্দিন, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম জহির্বল হক জহির, তাঁতী লীগের সভাপতি মুশফিকুর রহমান মশিউর, স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক আঃ জলিল ফার্বক, সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম নাসির, হৃদয়ে বঙ্গবন্ধুর সদস্য সচিব এরশাদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনু্ষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফছারী জহুরা, সহকারী কমিশনার(ভূমি) লীরা তরফদার প্রমুখ বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু সমর্থক গোষ্ঠির উদ্যোগে দাওগাঁও ইউনিয়নের বটতলায় র্যালী, কেক টাকা, আলোচনা, মিষ্টি বিতরণসহ নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপন করা হয়। সেখানে অন্যান্যের মধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি এস এম আবু সাঈদ, মঞ্জুর্বল হক চানু প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে দিবসটি পালিত হয়েছে। তবে এদিন উপজেলা আওয়ামীলীগ কোন ধরনের কর্মসূচি পালন না করায় সর্বত্র আলোচনার ঝড় উঠে।