| রাত ৯:১৫ - মঙ্গলবার - ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পূর্বধলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

তিলক রায় টুলুঃ   পূর্বধলায় যথাযোগ্য মর্যদায়  স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মদিন বা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলৰ্যে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, সকালে শিশু সমাবেশ ও র‌্যালী , চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করে সকল মসজিদে মোনাজাত ও দোয়া মাহফিল। সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা ও বঙ্গবন্ধুর  এতিহাসিক ৭ মার্চের ভাসনের উপর চলচিত্র প্রদর্শনী।
সকাল ১০টায়  উপজেলা চেয়ারম্যান জাহেদুল ইসলাম সুজন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর হোসেনের নেতৃত্বে সকালে বিভিন্ন স্কুলের ছোট ছোট শিশু, ও  ছাত্র/ছাত্রীদের নিয়ে বিশাল একটি বনাঢ্য র‌্যালী উপজেলা বিভিন্ন সড়ক প্রদৰিন করে। পরে উপজেলা অডিটোরিয়ামে ছোট ছোট শিশুদের চিত্রংকন প্রতিযোগিতা অনুষ্টিত হয়। সন্ধ্যায় অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সবশেষে স্থানীয় শিল্পীদের পরিনেশনায় এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

সর্বশেষ আপডেটঃ ৮:২৬ অপরাহ্ণ | মার্চ ১৭, ২০১৬