নান্দাইলে জাতির জনকের জন্ম বার্ষিকী পালিত
ভ্রাম্যমান প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসনের ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নান্দাইল এডিপি’র উদ্যোগে বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধৃ শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলৰে নান্দাইল উপজেলা পরিষদ সম্মুখে কিশোরগঞ্জ- ময়মনসিংহ মহা সড়কের পার্শ্বে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যোরেল এ পুষ্পস্তবক অর্পন করেন ১৫৪- ময়মনসিংহ-৯ নান্দাইলের সংসদ সদস্য, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ আনোয়ার্বল আবেদীন খান তুহিন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসীম উদ্দিন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান সহ উপজেলার সকল বিভাগের বিভাগীয় প্রধান গন আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর নান্দাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান রিপন ও পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম সালাম দলীয় নেতা কর্মীদের নিয়ে ছাত্রলীগের পৰ হতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
পুস্পস্তবক অর্পনের পূর্বে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে সংসদ সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দদের এক বনাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদৰিন করেন র্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ আনোয়ার্বল আবেদীন খান তুহিন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভ’ইয়া উপজেলা মৎস্য অফিসার ড. র্বহুল আমিন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ,নান্দাইল এডিপি শাখার শিশু সুরৰা দলনেতা উজ্জল প্যাতিক কুরাইয়া প্রমূখ। সমাবেশে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।