| রাত ১:৪১ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

কলমান্দায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭

নেত্রকোনা প্রতিনিধি:  জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের মানপুর গ্রামের ডোবার দখল নিয়ে বুধবার স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, জেলার কলমাকান্দার পোগলা ইউনিয়নের মানপুর গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান মাস্টারের সাথে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চানফর মেম্বারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত এক বছর ধরে ওই ডোবায় দখল প্রতিষ্ঠা নিয়ে দুই গ্রুপের মধ্যে হামলা, মামলা চলছে। এরই জের ধরে বুধবার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিষ্চিত করে জানান, গ্রামের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ব্যাপারে কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি।

সর্বশেষ আপডেটঃ ৩:৪৯ অপরাহ্ণ | মার্চ ১৭, ২০১৬