তারাকান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম দিবসে আলোচনা সভা
তারাকান্দা প্রতিনিধি ॥ বৃহস্পতিবার তারাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা, অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন শরীফ আহমদ এমপি। আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম আজম, শিক্ষক সমিতির সভাপতি বাবুল মিয়া সরকার, অধ্যক্ষ হোসেন আলী চৌধুরী, ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম নয়ন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক, শিক্ষার্থীরা। অনুষ্ঠানি পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হযরত আলী তুষার।