হোসেনপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত

হোসেনপুর প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস কিশোরগঞ্জের হোসেনপুরে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা পরিষদ মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। পরে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে ইউএনও তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার,সহকারী কমিশনার (ভূমি) সোহানা নাসরিন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারন সম্পাদক শাহ্ মাহবুবুল হক,পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন,ওসি মো: নান্নু মোল্লা ,অধ্যক্ষ মোছলেহ উদ্দিন খান ,ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন,হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।