| রাত ২:৪৭ - শুক্রবার - ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঈশ্বরগঞ্জে দলীয় প্রতীক পেতে পুরাতনের পাশাপাশি এগিয়ে নতুন প্রার্থীরাও

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি:-  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমে উঠেছে জমজমাট নির্বাচনী প্রচারণা। একক প্রার্থী নির্বাচন করতে আওয়ামীলীগ ইউনিয়ন পর্যায়ে করছে বর্ধিত সভা। দলীয় প্রতীক পেতে চলছে জোর লবিং। জনসমর্থন এবং দলীয় সমর্থনে এগিয়ে রয়েছেন পুরাতনের পাশাপাশি নতুন প্রার্থীরাও। প্রার্থীরা নতুন নতুন পরিকল্পনা ও জন প্রতিশ্রুতি নিয়ে চষে বেড়াচ্ছেন। এবারের নির্বাচনে এ উপজেলায় মাদক ও সন্ত্রাস মুক্ত, নারী ও শিশু নির্যাতন বন্ধ, ওয়ার্ড পর্যায়ে জনস্বাস্থ্য নিশ্চিত কল্পে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নির্বাচনী ইস্তিহারের প্রধান বিষয় হয়ে উঠেছে।

উচাখিলা ইউনিয়ন : উচাখিলা ইউনিয়নে নৌকা প্রতীক পেতে জোর লবিং চালাচ্ছেন বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম। ব্যাপক জনসমর্থনের পাশাপাশি রয়েছে দলীয় সমর্থনও। তার সাথে উন্নয়ন পরিকল্পনার বিষয়ে কথা হলে তিনি জানান, ইতি মধ্যে উপজেলা প্রশাসনের সহায়তায় উচাখিলা ইউনিয়নটি বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। তিনি গত ৫বছরে উচাখিলা বাজারে পানি সাপ্লাইসহ, ইউনিয়নে ৩টি ব্রিজ, অসংখ্য কালভার্ট, চরাঞ্চলে তিনটি রাস্তা, গণস্বাস্থ্য সম্মত ৫টি ল্যাট্রিনসহ বাড়িতে বাড়িতে স্যানিটেশন ব্যবস্থা, উল্লেখ যোগ্য এলাকায় টিউবওয়েল, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করেছেন। আগামী দিনে নির্বাচিত হলে ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত করতে সচেষ্ট থাকবেন।

আঠারবাড়ি ইউনিয়ন: আঠারবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীক পেতে এগিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন। তার সাথে কথা বলে জানাযায়, এক সময়ে অবহেলিত আঠারবাড়ী ইউনিয়নে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা সহ ওয়ার্ড পর্যায়ে ব্যাপক উন্নয়নের কাজ করেছেন। আঠারবাড়ী এখন আর অবহেলিত নয়। ইতিমধ্যে উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়টিকে বাল্যবিয়ে মুক্ত করা হয়েছে। ইউনিয়নের নাগরিকদের নিরাপত্তা দিতে আঠারবাড়ীতে পুলিশ ফাঁড়ি করা হয়েছে। এতে নাগরিকদের নিরাপত্তা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক নিয়ন্ত্রনে এসেছে ঈর্শনীয় সফলতা। তিনি নৌকা প্রতীক পেয়ে আবারো নির্বাচিত হলে নাগরিকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে সচেষ্ট থাকবেন।

সরিষা ইউনিয়ন : ইউনিয়নটিতে নৌকা প্রতীক পেতে সাবেক চেয়ারম্যান একরাম হোসেন ও বর্তমান চেয়ারম্যান শাহজাহান কবির ভূইয়া জোর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। উপজেলা কৃষক লীগের আহ্বায়ক বর্তমান চেয়ারম্যান শাহজান কবির ভূইয়া নৌকা প্রতীক পেতে এগিয়ে রয়েছেন বলে তৃণমূলের নেতাকর্মীরা ধারণা করছেন। পাশাপাশি ইউনিয়নটিতে রয়েছে তার ব্যাপক জনমত। তার সাথে কথা বলে জানা যায়, তিনি ইউনিয়নের উন্নয়নে বিশ্বাসী। রাস্তা-ঘাট, বিভিন্ন প্রতিষ্ঠান, ঘরে ঘরে স্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা, ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করন সহ ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। আবারো নির্বাচিত হলে উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। ইউনিয়নটি ইতিমধ্যে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তিনি। ইউনিয়নটি সম্পূর্ণ সন্ত্রাস ও মাদকমুক্ত হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ভবিষতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান।

রাজিবপুর ইউনিয়ন : বহুদিন ধরে মাঠে সমাজ সেবা ও সমাজ সচেতনতা মূলক কাজ করে যাচ্ছেন সাবেক ছাত্র নেতা একেএম মুতাব্বিরুল ইসলাম। রাজিবপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতীক পেতে এগিয়ে আছেন তিনি। ইউনিয়নটির বেশির ভাগ অংশ চরাঞ্চল হওয়াতে চরের মানুষ হিসেবে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। সামাজ সেবামূল কাজে রাতদিন মানুষের পাশে থাকেন বলে ইউনিয়নের মানুষের কাছে তিনি অতি আপনজন হিসেবে পরিচিত। ইতিমধ্যে তিনি নিজ উদ্যোগে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের নাগরিকদের স্বাস্থ্যসেবা, শিক্ষা, রাস্তা-ঘাট, গৃহায়নসহ সন্ত্রাস ও মাদক মুক্ত এলাকা গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। চরাঞ্চলবাসীর বহুদিনের প্রতীক্ষিত কাঁচা মাটিয়া নদীর উপর কুলিয়ার চর সেতুর কাজটি সরকারের সহযোগিতায় করার জোর চেষ্টা করবেন। ইতিমধ্যে নিজ উদ্যোগে ইউনিয়নটির ১৪কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগের মধ্যে দিয়ে চরাঞ্চলের ঘরে ঘরে আলো পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। তিনি জোর আশাবাদ ব্যাক্ত করে জানান, নৌকা প্রতীক পেলে তিনিই বিজয়ী হবেন।

জাটিয়া ইউনিয়ন : জাটিয়া ইউনিয়নে নৌকা প্রতীক পেতে জোর লবিং করছেন ৩নং ওয়ার্ডের সফল মেম্বার যুবলীগ নেতা শামছুল হক ঝন্টু। নৌকা প্রতীক পেয়ে তিনি নির্বাচনে জয় লাভ করলে নাগরিকদের একটি আধুনিক ইউনিয়ন উপহার দেবেন বলে জানান তিনি। রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট, ধর্মীয়-সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ ওয়ার্ড পর্যায়ে উন্নত একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চেষ্টা করবেন। এ জোয়ার শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে তিনি বিজয়ী হবেন বলে জানিয়েছেন ইউনিয়নবাসীর অনেকেই। বিজয়ের লক্ষ্যে তিনি হাড়ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছেন। ইতিপূর্বে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন মূলক কর্মকান্ড করায় এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে ইতিমধ্যে তার পক্ষে গণজোয়ার চলছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৫৮ অপরাহ্ণ | মার্চ ১৬, ২০১৬