গফরগাঁওয়ে অপহৃত ব্যবসায়ী গাজীপুর থেকে উদ্ধার

গফরগাঁও প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে অপহৃত ফার্নিচার ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে (৬৫) মোবাইল ষ্ট্যাকিং করে গত মঙ্গলবার রাত দুইটায় গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশ।
প্রসঙ্গত এর আগে গফরগাঁও পৌর এলাকার কেবিআই সড়কের পলি ফার্নিচারের স্বত্ত্বাধিকারী মোফাজ্জল হোসেনকে অপরিচিত এক ব্যক্তি গত মঙ্গলবার বিকেলে তার মোবাইলে ফার্নিচার কেনার ইচ্ছা প্রকাশ করে দোকানে আসতে বলেন । পরে তিনি তার হাসপাতাল এলাকার বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বের হয়ে গরুহাটা এলাকায় আসার সাথে সাথে চারজন অপরিচিত লোক তার হাত পা বেধে একটি সাদা পাইভেট কারে তোলে নিয়ে যায় । বাসা থেকে বের হয়ে র্দীঘক্ষন পরেও দোকানে না যাওয়ায় তার স্ত্রী মোবাইলে ফোন করলে তিনি জানান তাকে অপহরণ করা হয়েছে। একটি বিকাশ নাম্বারের মাধ্যমে ১ লক্ষ টাকা তাদের দেয়া হলে অপহৃত মোফাজ্জল হোসেনকে ছেড়ে দিবে। এক ঘন্টার মধ্যে এক লাখ টাকা না পাঠালে আমাকে মেরে ফেলবে।
গফরগাঁও সার্কেলের জ্যেষ্ঠ এএসপি বিল্লাল হোসেন বলেন, প্রথমে মোবাইল ষ্ট্যাকিংয়ের মাধ্যমে অপহরনকারীদের গতিবিধি সনাক্ত করা হয়। পরে রাত দুইটায় গাজীপুরের বোর্ড বাজার এলাকা তাকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই অপহরনকারীরা পালিয়ে যায়।