নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার ইউপিঃ নির্বাচনের তফশীল ঘোষিত

ভ্রাম্যমান প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীল গত মঙ্গলবার (১৫ মার্চ) ঘোষিত হয়েছে। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৭ মার্চ (রবিবার) মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ। রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ২৯ ও ৩০ মার্চ (মঙ্গলবার ও বুধবার) প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ০৬ এপ্রিল (বুধবার) ভোট গ্রহনের তারিখ ২৩ এপ্রিল (শনিবার)। তফশীল ঘোষনান সাথে সাথে নির্বাচনে প্রতিন্ধন্ধিতাকারী প্রার্থীগন স্ব-স্ব উপজেলা নির্বাচন অফিসে নির্বাচনের নিয়মকানুন জানতে ভীড় জমাচ্ছে। নির্বাচন অফিসার ও সাধ্যমত প্রার্থী হতে ইচ্ছুকদের নিয়মকানুন বুঝিয়ে দিয়ে সহযোগিতা করছেন।
উল্লেখ্য, নান্দাইল উপজেলায় ১২ টি ইউনিয়নের মধ্যে ১১ টি ইউনিয়নে এ তফশীল মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত। সীমানা জটিলতার কারনে কোর্টের নির্দেশে উপজেলার ১নং বেতাগৈর ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। অপরদিকে ঈশ্বরগঞ্জ উপজেলায় ১১ টি ইউনিয়নে ঘোষিত তফশীল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।