কলমাকান্দায় র্যাব-১ এর বিশেষ অভিযান ৮১ রাউন্ড গুলি উদ্ধার

মোঃ ফখরুল আলম খসরু, কলমাকান্দা সংবাদদাতা: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুয়ারপুর গ্রামে র্যাব-১ বিশেষ অভিযান চালিয়ে ৮১ রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ জানায় গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুয়ারপুর গ্রামে সুভাষ হাজং এর বাড়িতে তাকে গ্রেফতারের জন্য উপ-সহকারী পরিচালক (ডি,এ,ডি) আসাদ উপ-পরিদর্শক (এস,আই) মোঃ জুয়েল চৌধুরী ও সার্জেন্ট মোতাহের হোসেনের নেতৃত্বে র্যাব বিশেষ অভিযান চালায়। র্যাব এর উপস্থিতি টের পেয়ে সুভাষ হাজং পালিয়ে যায়। পরে তার বাড়িতে সিমেন্টের ব্যাগে দু বোতলে রাখা ৮১ রাউন্ড গুলি উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা যায় সুভাষ হাজং (৪৫) ঢাকার গুলশানের কালাচাঁদপুর এলাকায় ও কলমাকান্দা উপজেলার কুয়ারপুর গ্রামে অবস্থান করে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত রয়েছে। এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী একটি সংগঠনের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে র্যাব-১ এর ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামান বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এ,কে,এম, মিজানুর রহমান মিজান এ মামলার সত্যতা নিশ্চিত করেন।