| সকাল ৯:৩২ - শুক্রবার - ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়সহ অন্যান্য স্থাপনা কৃষি জমিতে না করার দাবিতে মানববন্ধন

শাহ আলম উজ্জ্বল, ১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার, 
‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা কৃষি জমিতে স্থাপনা করতে দেয়া হবে না, খাস জমি যেখানে স্থাপনা সেখানে’’ এই সব শ্লোগান লেখা ব্যানারে ময়মনসিংহের চরাঞ্চলের সর্বস-রের জনতা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদিয়া চায়না ব্রীজ মোড়ের কৃষি জমিতে নব গঠিত দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহের বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ অন্যান্য স্থাপনা না করার দাবিতে আজ মঙ্গলবার বিকালে চরাঞ্চলের সর্বস্তরের জনতা, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ সড়কের চায়না ব্রীজ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সারোয়ার হোসেন মন্ডল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফজলুল হক, যুবলীগ নেতা শাহাব উদ্দিন, চর ঈশ্বরদিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তফাজ্জ্‌ল হোসেন, জাতীয় পার্টির নেতা আবু বকর সিদ্দিক ও জাসদের নেতা মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা কৃষি জমিতে স্থাপনা করতে দেয়া হবে না বাস-বায়ন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে রক্ত দিব তবু চরঞ্চালের ৩৪০ একর ফসলী জমি অধিগ্রহন করতে দিব না। আগামী সাত দিনের মধ্যে চরঈশ্বরদিয়ার চায়না ব্রীজ মোড়ে ৩৪০ কৃষকের একর ফসলী জমির উপর বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ অন্যান্য স্থাপনার প্রকল্প বাতিল করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে। মানববন্ধন কর্মসূচীতে কৃষক, কৃষাণীসহ সর্বস-রের জনতা অংশ গ্রহন করেন।
গত শুক্রবার ১১মার্চ জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ও ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয় এমপি, মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব আবুল কালাম আজাদ, জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী , প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভূমি মন্ত্রণালয়ের সচিব মেজবাউল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মঈন উদ্দীন আব্দুল্লাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুবীর কিশোর চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান,গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ হাফিজুর রহমন মুন্সী ও স’াপত্য অধিদপ্তরের প্রধান স’পতি কাজী গোলাম নাসির ব্রহ্মপূত্র নদের তীরে চরঈশ্বরদিয়া চায়না ব্রীজ মোড়, কাচারি ঘাটের বিপরীতে চরগোবিন্দপুর, চর জেলখানা বিভাগীয় কমিশনার ও অন্যান্য বিভাগীয় কার্যালয়ের সম্ভাব্য উপযুক্ত স’ান গুলি পরিদর্শন করেন।#

সর্বশেষ আপডেটঃ ৭:১৪ অপরাহ্ণ | মার্চ ১৫, ২০১৬