| রাত ১২:১০ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নতুন গভর্নর ফজলে কবির

অনলাইন ডেস্ক | ১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার,

সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ দেয়া হয়েছে। আজ সকালে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান পদত্যাগ করায় তাকে এ নিয়োগ দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানিয়েছেন। সদস্য নিয়োগ পাওয়া ফজলে কবির বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আগামী ১৮ই মার্চ দেশে ফিরে গভর্নরের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হয়। ওই বিতর্কের মধ্যে আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন গভর্নর ড. আতিউর রহমান। আজ বেলা তিনটায় গণমাধ্যমে নিজের অবস্থান জানাবেন বিদায়ী গভর্নর।

সর্বশেষ আপডেটঃ ৬:২৩ অপরাহ্ণ | মার্চ ১৫, ২০১৬