দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে—উপাচার্য মুহীত-উল আলম
এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল অফিস,১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার,
‘লেখা-পড়ায় ভালো করে শুধু গ্রেডপয়েন্ট বাড়ালেই শিক্ষার প্রকৃত লক্ষ্য অর্জন হবে না, এর সাথে জীবনকে বুঝতে হবে। সাথে বাস্তবতা বোধ এবং দেশাত্মবোধ থাকতে হবে।’ ‘নিজেদের মধ্যে থাকা রাগসহ সকল নেতিবাচক দিকগুলোকে নিয়ন্ত্রণ করার ৰমতা অর্জন করতে হবে। ভাষা জ্ঞান বাড়াতে হবে। যার ভাষা জ্ঞান যত ভালো হবে তার চাকুরী অর্জনের দক্ষতাও তত বেশি হবে। সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা হলো সাফল্যের চাবিকাঠি। সুতরাং তোমাদের সেই দিকে লৰ্য রাখতে হবে। তবে শুধু নিজের জন্য একটা চাকুরীর ব্যবস্থা করাই জ্ঞানার্জনের লক্ষ্য নয়। সমাজ তথা দেশের জন্য কিছু করা তোমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, যেন বিদেশ থেকে বাংলাদেশে মানুষ কাজের সন্ধানে আসে।’
কথাগুলো বলেছেন ত্রিশালে অবসি’ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।
তিনি আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে ‘ওয়ার্কশপ অন স্কিলস ফর টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরী জব মার্কেট’ শীর্ষক সেমিনারে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজর্বল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ এম এম শামসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হিসেবে তোমরা এমনিতেই বিদ্যমান জব মার্কেট সম্পর্কে অবহিত আছ আর এই কর্মশালা তোমাদের আরো বেশি স্বচ্ছতা দেবে।’ বিশেষ অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে বলেন, ‘তোমাদের সকল ৰেত্রে যোগ্যতা অর্জন করতে হবে।’
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো: আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘তোমাদের ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে সচেতন করতেই আমাদের এই কর্মশালার আয়োজন।’ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো: রফিকুল আমিন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ), উপাচার্য দপ্তরের এস. এম. হাফিজুর রহমান জানান, কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপসি’ত ছিলেন ‘স্কিল ব্যাংক ইন্টারন্যাশনাল’-এর কান্ট্রি হেড এন্ড চিফ ফ্যাসিলিটেটর আব্দুলৱাহ এম. তাহের। কর্মশালায় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী এবং কর্মকর্তাবৃন্দ উপসি’ত ছিলেন।