সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল (কিশোরগঞ্জ) থেকে,
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শ্রম ও কর্মসংস্তান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, বর্তমান সরকার ৩৫ কোটি নতুন বই বছরের প্রথম দিনে সারাদেশের সকল শিৰা প্রতিষ্ঠানে একদিনে সরকার সরবরাহ করে থাকেন এমন নজির পৃথিবীর কোন দেশে নাই। বাংলাদেশেই একমাত্র এ নজির স্থাপন করেছেন বর্তমান সরকার। দেশে প্রথম শ্রেণি থেকে ডিগ্রী ক্লাস পর্যন্ত এক কোটি ২৮ লক্ষ শিক্ষার্থী বিভিন্ন রকম বৃত্তি-উপবৃত্তি ও আর্থিক সহযোগেতা পেয়ে থাকেন। তা শুধু-ই মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অবদান সবচেয়ে বেশী। তাঁর এ অবদানের জন্য আমি আমার নির্বাচনী এলাকা তাড়াইল-করিমগঞ্জের মানুষের পক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। বর্তমান সরকার দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করে। মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিবুল হক চুন্নু আরো বলেন, বর্তমান সরকার দেশের গ্রামাঞ্চলের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ২০১৮ সালের মধ্যে দেশের ৯০ শতাংশ গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিদ্যালয় খেলার মাঠে পরিচালনা পর্ষদের সভাপতি মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ভূঁইয়া কাঞ্চন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাঈল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবদুল হাই, বিআরডিপির চেয়ারম্যান মো. আবদুল ওয়াহেদ ভূঞা প্রমুখ। পরে প্রতিমন্ত্রী তাড়াইল উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন