| রাত ৩:০৪ - শুক্রবার - ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরে ক্ষুদ্র ও মাঝারী নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্প বিষয়ে সেমিনার

শেরপুর প্রতিনিধি:১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার,
শেরপুরে ‘খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও মাঝারী নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্প’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ মার্চ মঙ্গলবার দুপুরে খামারবাড়ী মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলার ভোগাই নদীতে নির্মিত দুটি রাবার ড্যামের সাহায্যে কৃষি উৎপাদন বৃদ্ধি সম্পর্কিত কর্মকান্ডের বিস্তারিত তথ্য উপস’াপন করেন নালিতাবাড়ী ও নকলা উপজেলার কৃষি কর্মকর্তা যথাক্রমে মো. শরীফ ইকবাল ও মো. হুমায়ুন কবীর।
সেমিনারে জানানো হয়, রাবার ড্যামের মাধ্যমে নালিতাবাড়ী উপজেলার দুই হাজার ৮ শ হেক্টর এবং নকলা উপজেলার এক হাজার ৫০ হেক্টর জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে কৃষকেরা উপকৃত হচ্ছেন এবং জেলার খাদ্যশস্য উৎপাদনও অনেক বৃদ্ধি পেয়েছে। শুষ্ক মৌসুমে সেচের অভাবে পাহাড়ি এলাকার যে সব জমি অনাবাদী পড়ে থাকতো রাবার ড্যাম নির্মাণের ফলে সেগুলো সেচের আওতায় এসেছে এবং দেশের কৃষিখাতে মোট উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখছে। নালিতাবাড়ীর চেলৱাখালী ও ঝিনাইগাতীর মহারশি নদীর ওপর আরও দুটি রাবার ড্যাম নির্মাণের কাজ দ্র্বত গতিতে এগিয়ে চলছে বলে সেমিনারে বক্তারা জানান।
সেমিনারে প্রধান অতিথি উপ-প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলামসহ আরও বক্তব্য দেন কৃষি ডিপ্লোমা প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. আহসান উলৱাহ, ডিএই’র অতিরিক্ত উপ-পরিচালক এফ.এম. মোবারক আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জেলা সমবায় কর্মকর্তা গোলাম মোস্তফা, এল.জি.ই.ডি’র জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ, বিএডিসির সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ প্রমুখ।
সেমিনারে রাবার ড্যাম নির্মাণ প্রকল্পের উর্ধতন প্রকৌশলী, আনবিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা, উপকারভোগী কৃষকসহ কৃষি বিভাগের স’ানীয় কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৩৬ অপরাহ্ণ | মার্চ ১৫, ২০১৬