ধোবাউড়ায় গোয়াতলা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

ধোবাউড়া(ময়মনসিংহ) সংবাদদাতা: ১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার,
আজ মঙ্গলবার ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোয়াতলা বাজারে বেলা সাড়ে ১১টায় ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার বাসস্ট্যান্ডের পাশে অবসরপপ্রাপ্ত শিক্ষক মরহুম আওলাদ হোসেন এর বাসায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস’লে এসে আগুন নিভানোর চেষ্ঠা করে। পরে ফুলপুর ও হালুয়াঘাট থেকে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস’লে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম লিটন ঘটনাস’ল পরিদর্শন করেছেন। সরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত বাসায় তিনটি রুমে ফারুক মিয়া, সুজন মিয়া ও রহিম মিয়া নামের তিন ব্যবসায়ী সপরিবারে ভাড়ায় থাকে। আগুনে তিনটি কক্ষের ফ্রিজ, টিভি, আসবাবব পত্র সহ প্রায় সবকিছু পুড়ে যায়। অগ্নিকান্ডের সময় ব্যবসায়ী ফারুকের ঘরে তার ৩ বছরের শিশুকন্যা ফাহমিদা আক্তার মীম ঘুমিয়ে ছিল। পরে সাধারণ জনতা শিশুটিকে উদ্ধার করে। প্রাথমিক ভাবে প্রায় সাড়ে ৩-৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস’ পরিবারগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।