| রাত ১২:০৯ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতীতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল লাকী

 

এম খলিলুর রহমান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ঃ১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার,
শেরপুরের ঝিনাইগাতীতে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী লাকী আক্তার (১৩)। লাকী উপজেলার পাইকুড়া গ্রামের দুলাল মিয়ার কন্যা। ১৪মার্চ সোমবার রাতে পূর্ব নির্ধারিত সময়ে লাকীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। খবর পেয়ে ইউএনও মোহাম্মদ সেলিম রেজা ঘটনাস’লে গিয়ে এ বাল্যবিয়েটি বন্ধ করে দেন। এ সময় বাল্য বিয়ে দেয়ার চেষ্টার অপরাধে ইউএনও মোহাম্মদ সেলিম রেজা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে লাকীর ফুফা মোখলেছুর রহমান (৩৫)কে ৭ দিনের কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। চাচা সামিউল হক (৪২) কে ৫শ’ টাকা অর্থদন্ড করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:১৮ অপরাহ্ণ | মার্চ ১৫, ২০১৬