কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
কিশোরগঞ্জ প্রতিনিধি, ১৫ মার্চ ২০১৬, মঙ্গলবার,
কিশোরগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলৰে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কৰে জাতীয় ভোক্তা অধিকার সংরৰণ অধিদপ্তর ও ক্যাব ‘এন্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন’ বিষয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবীবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এসএম মোস্তাইন হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম, সদরের ইউএনও মো. আবু নাসের বেগ, জাতীয় ভোক্তা অধিকার সংরৰণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন, ক্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আলম সারোয়ার টিটো প্রমুখ বক্তব্য রাখেন।