গফরগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থীর ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ

গফরগাঁও প্রতিনিধি, ১৪ মার্চ ২০১৬, সোমবার,
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান বাচ্চুর স্থানীয় বটতলা বাজারে সাটানো একটি ব্যানার গত রোববার রাতে পুড়িয়ে দেয়। এছাড়ও গতকাল সোমবার বিকালে বারইহাটি বাজারে দুটি, চান্দু বাজারে ১টি ও ডাকবাংলো বাজারে ১টি কাঠের ফ্রেম দিয়ে সাটানো ফেস্টুন ভেঙ্গে ফেলে।
এ ব্যাপারে চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান বাচ্চু অভিযোগ করে বলেন, সম্প্রতি আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপি ও এলাকাবাসীর সমর্থন চেয়ে ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন সাটাই। এ অবস্থায় রোববার রাতে একটি ব্যানার পুড়িয়ে আমার প্রতিপক্ষ। কাঠের ফ্রেমের মধ্যে লাগানো আরো ৪টি ফেস্টুন ভেঙ্গে গুড়িয়ে দেয় প্রতিপক্ষ।
এ ব্যাপারে উপজেলার পাগলা থানার ওসি চাঁন মিয়া বলেন, এখন পর্যন্ত ব্যানার বা ফেস্টুন ভেঙে বা পুড়িয়ে ফেলার কোন অভিযোগ পায়নি।