| সন্ধ্যা ৭:০৫ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বাজিতপুরে ৩৮৬ জন ইউপি সদস্য প্রতীক পেলেন

বাজিতপুর সংবাদদাতা ঃ  ১৪ মার্চ ২০১৬, সোমবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৮৬ জন ইউপি সদস্য প্রার্থীর প্রতীক বরাদ্দ  সোমবার বিকালে ৫জন রির্টানিং অফিসে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। জানাযায়, হালিমপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ডে ইউপি সাধারণ সদস্য সংখ্যা ৬জন। এর মধ্যে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪ শত জন। মোঃ জজ মিয়া বর্তমানে ইউপি সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে রয়েছেন ৪৫ বছর ধরে। এবারও তিনি ৬নং ওয়ার্ড ইউপি সদস্য হিসাবে বৈদ্যুতিক পাখা নিয়ে লড়াইয়ে নেমেছেন। এবং এলাকার দলমত নির্বিশেষে তাকে নির্বাচনে যাওয়ার জন্য বলেছেন এবং তিনি এসব কারণে এবারও নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি বলেন, জনগণের কাজ করেছি বলেই জনগন তাকে এবারও বিজয়ী করবেন বলে তিনি বিশ্বাস করেন। এছাড়া তিনি রসুলপুর হানিফ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের এবং পূর্ব কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন ধরে।

সর্বশেষ আপডেটঃ ৮:৫০ অপরাহ্ণ | মার্চ ১৪, ২০১৬