ভালুকায় নামধারী মুক্তিযোদ্ধাদের বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন

মো: ফিরোজ খান, ভালুকা থেকে:-১৪ মার্চ ২০১৬, সোমবার,
ভালুকা উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে বার বার হয়রানি ও সম্মানহানি করার প্রতিবাদে এস,এম পারভেজ খোকন, ফজলুল হক তালুকদার ও আমীন উল্যাহ খানসহ কতিপয় নামধারী মুক্তিযোদ্ধাদের বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছেন ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। সোমবার দুপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,ভালুকা কমান্ডের নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে দাবী করা হয়, ভালুকা উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি, হয়রানি ও সম্মানহানি করার হীন উদ্দেশ্যে ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংসদের কমান্ডারের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক অভিযোগে এনে এক সময়ের জঙ্গি মদদ দাতা এস,এম পারভেজ খোকন ও ফজলুল হক তালুকদার, আমীন উল্যাহ খানসহ কতিপয় নামধারী মুক্তিযোদ্ধা নানা পন’ায় অপপ্রচার চালাচ্ছে। সম্মেলনে এ সব মিথ্যা অভিযোগেরও জবাব দেয়া হয় এবং অপপ্রচারকারীদের বিচার দাবী করা হয়।
ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য আরও রাখেন,ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি কে.এম আবুল হোসেন খান মিলন,উপজেলা সমাজ কল্যাণ অফিসার কামরুজ্জামান কবির ও উপজেলা নির্বাহী অফিসারের সিএ খোন্দকার শাহিদুল হক। এ সময় উপসি’ত ছিলেন, যুদ্ধকালিন কোম্পানি কমান্ডার চাঁন মিয়া, গাজী খলিলুর রহমান, গাজী মো:ফয়েজ উদ্দিন,শামছুদ্দিন, কারী আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা শুক্কুর আলী, মকবুল হোসেন, নুরুল ইসলামসহ ইউনিয়ন কমান্ডার,সহকারী কমান্ডার এবং শহীদ ও মৃত বীরমুক্তিযোদ্ধাদের স্ত্রী সন্তানগণ।