কলমাকান্দায় ইউপি সদস্যকে মারপিট, সড়ক অবরোধ

নেত্রকোনা প্রতিনিধি ঃ ১৪ মার্চ ২০১৬, সোমবার,
জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম ও স্থানীয় যুবলীগ নেতা রফিকুল ইসলামকে রোববার সন্ধ্যায় পিটিয়ে আহত করেছে স্থানীয় কয়েক যুবক। এ ঘটনায় সাইফুল ইসলামের লোকজন নেত্রকোনা-কলমাকান্দা সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের ওপর এলাকাবাসী চড়াও হয়। এ সময় পুলিশ শর্টগানের ১০ রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে। এলাকায় দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। মারপিটের কারন জানা যায়নি।
জানা গেছে, জেলার কলমাকান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে রোববার উপজেলা সদরে দলীয় অফিসে আলোচনা বৈঠক হচ্ছিল। ওই বৈঠক থেকে পোগলা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম ও স্থানীয় যুবলীগ নেতা রফিকুল ইসলামকে কয়েক যুবক স্টেডিয়াম রোডে ডেকে নিয়ে যায়। সেখানে সুজন বিশ্বাসের নেতৃত্বে কয়েক যুবক তাদেরকে বেধরক মারপিট করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এ খবর গোপলা ইউনিয়নে ছড়িয়ে পড়লে সাইফুল ইসলামের লোকজন গুতুরা বাজারে সন্ধ্যে সাতটার দিকে নেত্রকোনা- কলমাকান্দা সড়ক অবরোধ করে। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ অবরোধ ছাড়াতে ঘটনাস’লে গেলে সাইফুল ইসলামের লোকজন পুলিশের ওপর চড়াও হয়। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ছুটাছুটি করতে গিয়ে কমপক্ষে ৮জন আহত হয়। পুলিশ ১০ রাউন্ড ফাঁকাগুলি বর্ষন করে পরিসি’তি নিয়ন্ত্রনে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস বলেন, কলমাকান্দা বাজারে কয়েকজনের যুবকের মধ্যে একটু গন্ডগোল হয়েছে। তবে এটি দলীয় কোন বিষয় নয়, তাদের নিজেদের ব্যাপার।
কলমাকান্দা থানার ইন্সপেক্টর তদন- এ কেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক অবরোধ ছাড়াতে গেলে সাইফুল মেম্বারের লোকজন পুলিশের ওপর চড়াও হয়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে পরিসি’তি নিয়ন্ত্রনে আনা হয়। ইটের আঘাতে কয়েক পুলিশ সদস্য সামান্য আহত হয়েছেন।
নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, সড়ক অবরোধ করলে পুলিশ পরিসি’তি নিয়ন্ত্রন করতে গিয়ে ১০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।