| রাত ২:০৩ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে আওয়ামী লীগের দু’প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত অর্ধশত

সাজ্জাতুল ইসলাস সাজ্জাত, গৌরীপুর (ময়মনসিংহ) ঃ১৪ মার্চ ২০১৬, সোমবার,
আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর শহরে গতকাল সোমবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ হযরত আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী (ঘোড়া) মোঃ আনোয়ার হোসেনের কর্মীসমর্থকদের মাঝে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পৰের অন্তত: অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এসময় শহরের সিনেমা হল রোডে বেশকিছু দোকানপাট ভাংচুর করা হয়। সংঘর্ষকালে গুরুতর আহত আ’লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের পুত্র মোস্তফা কামালকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলেন- কোনাপাড়া গ্রামের খায়র্বল ইসলাম (২২), আবুল কাশেম (৪৫), ইব্রাহীম (২৮), রনি (১৮), শাকিল আহম্মদ (২৩), বায়রাউরা গ্রামের সাইদুর রহমান (২৮) হাটশিরা গ্রামের কামর্বল ইসলাম (২৫) ও শালিহর গ্রামের রাশিদ মিয়া (৪৫)। তাদের গৌরীপুর উপজেলা স্বাস’্য কমপেৱক্‌্ের ভর্তি করা হয়েছে অন্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যৰদর্শীরা জানান, গতকাল সোমবার ছিল গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ। প্রতীক নিয়ে শোডাউন করে বাড়ি ফেরার পথে পৌর শহরের সিনেমা হল মোড়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ হযরত আলীর কমী সমর্থকরা বিদ্রোহী প্রার্থী মোঃ আনোয়ার হোসেনের কর্মী সমর্থীকদের ধাওয়া করে। এসময় উভয় পৰের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। মুহুর্তের মধ্যে আশপাশের এলাকা রণৰেত্রে পরিণত হয় এবং সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। ধাওয়া পাল্টা ধাওয়া ও পাথর নিৰপের ঘটনা ঘটে। ফলে পথচারী ও বাসাবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে গৌরীপুর থানার পুলিশের হস্তৰেপে পরিসি’তি নিয়ন্ত্রনে আসে। এর কিছুৰন পরেই আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা পৌর শহরে সশস্ত্র মহড়া দেয়। এতে শহরের লোকজনের মাঝে ভীতিকর পরিসি’তির সৃষ্টি হয়। বর্তমানে শহর ও শহর তলী এলাকাগুলোতে চরম উত্তেজনা বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ টহল রয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আকতার মোর্শেদ জানান, পরিসি’তি এখন নিয়ন্ত্রনে।

সর্বশেষ আপডেটঃ ৮:০৫ অপরাহ্ণ | মার্চ ১৪, ২০১৬