| রাত ১২:৩৫ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরীর মুক্তি দাবিতে শেরপুরে সংবাদ সম্মেলন

শেরপুর প্রতিনিধি: ১৪ মার্চ ২০১৬, সোমবার,
মিথ্যা মামলায় জয়পুরহাটের কারাগারে আটক বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন (বিএসএসএফ), কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরীর মুক্তির দাবিতে শেরপুরে সংবাদ সম্মেলন হয়েছে। আজ ১৪ মার্চ সোমবার দুপুরে শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে বিএসএসএফের শেরপুর জেলা শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য এবং শেরপুর জেলা শাখার আহবায়ক তালাত মাহমুদ।
লিখিত বক্তব্যে তালাত মাহমুদ বলেন, গত ৫ মার্চ জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই নির্বাচনে সভাপতি পদে তাঁর (জাহাঙ্গীর চৌধুরী) নিশ্চিত বিজয়ের সম্ভাবনা দেখা দেওয়ায় একটি প্রভাবশালী ও কু-চক্রী মহল তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই এবং ব্যালট পেপারে গণহারে সিল মারার ঘটনা ঘটায়। এ সময় উভয়পৰে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ শর্টগানের ৩ রাউন্ড গুলি ছুঁড়ে পরিসি’তি নিয়ন্ত্রণে আনে এবং নির্বাচন স’গিত করা হয়।
পরে ওইদিন অর্থাৎ গত ৫ মার্চ সন্ধ্যায় শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার বর্ণনা দিয়ে দোষী ব্যক্তিদের বিচারসহ অবিলম্বে পুননির্বাচনের দাবি জানান। কিন’ ওইদিন রাতেই পুলিশ জয়পুরহাটের পাঁচবিবির বাসা থেকে একটি মিথ্যা মামলায় শ্রমিকনেতা জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেপ্তার করে। সংবাদ সম্মেলনে শেরপুরের শ্রমিক নেতৃবৃন্দ অবিলম্বে জাহাঙ্গীর চৌধুরীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপসি’ত ছিলেন বিএসএসএফ, শেরপুর জেলা শাখার যুগ্ম-আহবায়ক মনীন্দ্র চন্দ্র বিশ্বাস ও আফাজউদ্দিন কবির; জাতীয় শ্রমিক জোট, শেরপুর জেলা শাখার সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক উদয় দাস।

সর্বশেষ আপডেটঃ ৭:৫১ অপরাহ্ণ | মার্চ ১৪, ২০১৬