| বিকাল ৩:৩০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তাড়াইল ইউপি নির্বাচন আ.লীগ বিএনপি ও জাপার দলীয় মনোনয়ন পেতে মরিয়া অর্ধশতাধিক প্রার্থী

আমিনুল ইসলাম বাবুল, তাড়াইল (কিশোরগঞ্জ) থেকে : ১৪ মার্চ ২০১৬, সোমবার,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও সংরৰিত আসনের নারী প্রার্থীদের প্রচারণায় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের পাড়া-মহলৱা সরগরম হয়ে উঠেছে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক চেয়ারম্যান প্রার্থী তাঁদের দলীয় মনোনয়ন নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছেন। এ ৰেত্রে ৰমতাসীন দলের প্রার্থীদের তোড়জোড় একটু বেশী দেখা যাচ্ছে। তবে উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপিতে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেশী। এ দু’দলে প্রার্থীর অধিক্য বিভ্রান্তির সৃষ্টি হয়েছে সাধারণ নেতাকর্মীদের মধ্যে। মনোনয়ন প্রাপ্তিকে কেন্দ্র করে সৃষ্টি হচ্ছে গ্র্বপিং ও নিত্যনতুন বিভাজন। দলীয় মনোনয়নের আশায় এসব প্রার্থী তৃর্ণমূল থেকে শুর্ব করে কেন্দ্রীয় নেতাদের কাছে দৌড়ঝাঁপ করছেন। আবার কেউ কেউ দলীয় প্রধানের ছবিসহ ফেষ্টুন, ব্যানার, বিলবোর্ড টানিয়ে এলাকাবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দোয়া ও ভোট প্রার্থনা করেছেন। তবে পিছিয়ে নেই জাতীয় পার্টির প্রার্থীরাও। স’ানীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শ্রম ও কর্মসংস’ান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর নিজ উপজেলা হওয়ায় এখানে তাঁর ব্যক্তি ইমেজ ও বাড়তি জনপ্রিয়তা রয়েছে। আর এ কারণে জাতীয় পার্টির অনেক প্রার্থী তাঁর জনপ্রিয়তাকে পুঁিজ করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা চালাচ্ছেন। এ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। হোটেল-রেস্তোরা থেকে শুর্ব করে চায়ের ষ্টল সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। এবারের নির্বাচনে উপজেলার সাতটি ইউনিয়নের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির যে সব প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্দ্বিতার জন্য গণসংযোগ চালাচ্ছেন। এরমধ্যে…
১নং তালজাঙ্গা ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মো. আশিকুর রহমান আশিক, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন ভূঞা চাঁন মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুর্বল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাহেদ ভূইয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আনম গোলাম মুক্তাদির রাজন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মেজবাহ উদ্দিন কাঞ্চন, উপজেলা যুবদলের আহ্বায়ক শরীফ আহম্মেদ আলেক, উপজেলা জাতীয় পার্টির সদস্য মো. মোতাহার উদ্দিন খান।
২নং রাউতি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রাক্তন চেয়ারম্যান আবদুল হামিদের তনয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো. ইকবাল হোসেন তারেক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন জুয়েল, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. নাজমুল হক কেনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুর রহমান খান র্বজন, মো. আল-আমিন খান, মো. মনির্বজ্জামান মনির ও সাবেক ছাত্রলীগ নেতা বায়েজিদ খান ।
৩নং ধলা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হক ভূঞা মোতাহারের তনয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ আলম ঝিনুক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ সাজেদুর রহমান মিল্টন, উপজেলা জাতীয় পার্টির সদস্য বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের কোষাদক্ষ মো. সারোয়ার আলম খান ফেরদৌস, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সৈয়দ টিপু সুলতান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম তহুর, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. চেঙ্গিস চৌধুরী, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুর্বল ইসলাম সুষ্ঠুব আলী।
৪নং জাওয়ার ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য সচিব বর্তমান চেয়ারম্যান আখলাকুল ইসলাম অংকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শাহারিয়ার খান, উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশেষ শ্রেণির ঠিকাদার মো.শরীফুল ইসলাম শরীফ, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন সুজন, সাবেক চেয়ারম্যান নুর্বল ইসলাম ভূঞার তনয় উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. কামর্বল ইসলাম খোকা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মো. ইমদাদুল হক ভূঞা রতন, ব্যবসায়ি মো. আইয়ুব আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বায়েজিদ ভূঞা, জাতীয় পার্টির নেতা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম খান খোকন।
৫নং দামিহা ইউনিয়নে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁঞা, উপজেলা বিএপির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ কাদের টিপু, উপজেলা বিএনপির সদস্য মো. কামাল উদ্দিন ভূঁঞা শাহজাহান, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তাজুল ইসলাম তনু, উপজেলা জাতীয় পার্টির সদস্য মো. আজহার্বল ইসলাম, মো. মাজেদুল হক লিটন ।
৬নং দিগদাইড় ইউনিয়নে উপজেলা জাতীয় পার্টির নেতা বর্তমান চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ স্বাস’্য বিষয়ক সম্পাদক মো. গোলাপ ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মো. সারোয়ার আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজর্বল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিলৱুর রহমান বাচ্চু।
৭নং তাড়াইল-সাচাইল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন লাকীর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মো. কামর্বজ্জামান কামর্বজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. সাঈম দাদ খান নওশাদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য মো. দেলোয়ার হোসেন ফুল মিয়া, জেলা বিএনপির সদস্য সাবেক ভাইস-চেয়ারম্যান মো. আবুল কাশেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহার্বল ইসলাম মুকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চন্দন ভৌমিক ও জাতীয় পাট্টির নেতা মো. সেলিম মিয়ার নাম শুনা যাচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৭ অপরাহ্ণ | মার্চ ১৪, ২০১৬