গৌরীপুরে নৌকা-ধানের শীষের সমর্থকদের মাঝে সংঘর্ষ ॥ ভাংচুর,আহত-১০

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ১৪ মার্চ ২০১৬, সোমবার,
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নে নৌকা ও ধানের শীষ সমর্থকদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ১০ জন আহত হন। গোবিন্দপুর বাজারে রোববার (১৩ মার্চ) রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুশান্ত কুমার রায় তপনের (নৌকা) সমর্থক নেতাকর্মী ও বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ রিয়াদুজ্জামান রিয়াদের (ধানের শীষ) সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এসময় উভয় পৰের ৫টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। জানা গেছে, রোববার সন্ধ্যায় গোবিন্দপুর বাজারে দু’প্রার্থীর কর্মী সমর্থকরা মিছিল বের করেন। এসময় আওয়ামী লীগ প্রার্থীর মিছিলের পিছনে থাকা এক যুবককে বিএনপির কর্মীরা লাঞ্চিত করেন। এঘটনায় ৰুদ্ধ হয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের ধাওয়া করে। এতে দু’পৰের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পৰের ১০জন আহত হন। আহতরা হলেন আওয়ামী লীগ নেতা আব্দুল মুন্নাফ (৬৫), ছাত্রলীগ-যুবলীগ কর্মী আব্দুস সোবহান (১৮), সেলিম মিয়া (৩৮), মানিক মিয়া (২৬), রাজিব (১৮), ডোমন (২৬), আব্দুল আউয়াল (২৫), আসাদ উলৱাাহ (৩০) ও ছাত্রদলের কর্মী মেহেদী হাসান আসলামকে কুপিয়ে গুর্বতর আহত করে আওয়ামী লীগ কর্মীরা। তাকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।