| সকাল ৮:২৮ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদীতে শিখা হত্যা মামলার আসামী গ্রেফতার

 

শ্রীবরদী প্রতিনিধিঃ ১৪ মার্চ ২০১৬, সোমবার, 
স্বামীর অনৈতিক কাজের প্রতিবাদ করায় শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা মন্ডলপাড়া গ্রামের দুই সন্তানের জননী শিখা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। গ্রেফতারকৃত বাছিরন (৩০) নিহত শিখা খাতুনের জা ও আসাদুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায় রোববার রাতে শ্রীবরদী থানার ওসি এস আলমের তত্ত্বাবধানে মামলার তদন- কর্মকর্তা এস.আই লুৎফর রহমানের নেতৃত্বে এ.এস.আই রবিউল সঙ্গিয় ফোর্স নিয়ে ভায়াডাঙ্গা এলাকা থেকে বাছিরনকে গ্রেফতার করে। উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসের রাতে স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন শিখাকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় শিখার ছোট ভাই জোবায়দুল ইসলাম গত ১৬ ফেব্রুয়ারী বাদী হয়ে চার জনকে আসামী করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ স্বামী আমিনুলকে গ্রেফতার করলেও অন্য আসামীরা পলাতক ছিল। শ্রীবরদী থানার ওসি এস.আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৬:২২ অপরাহ্ণ | মার্চ ১৪, ২০১৬