কটিয়াদীতে গাঁজাবাহী ট্রাকসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি, ১৪ মার্চ ২০১৬, সোমবার,
কটিয়াদীতে ট্রাকে করে গাঁজা পাচারের সময় বাপ্পি (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার ভোরে গোপনসূত্রে খবর পেয়ে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকটিকে আটক করা হয়। এ সময় ট্রাকটি থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল হাসানের নেতৃত্বে অভিযানের সময় ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকসহ বাপ্পী পুলিশের হাতে আটক হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী বাপ্পী ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘাটুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ ব্যাপারে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।