| রাত ১২:৪৭ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তাসকিনের বদলি রাব্বি!

অনলাইন  ডেস্ক| ১৪ মার্চ ২০১৬, সোমবার, গত সেপ্টেম্বর মাসের কথা। ভারতের মাটিতে তখন ‘এ’ দলের সফরে ব্যস্ত তাসকিন। কিন্তু, সিরিজের মাঝপথেই ইনজুরি।  সাইড স্ট্রেইনের কারণে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। আর তার পরিবর্তে ভারতে উড়ে যান নবাগত পেসার কামরুল ইসলাম রাব্বি।

সেবারই প্রথম, দেশের ক্রিকেট সমর্থকরা জেনেছিলেন রাব্বির নাম। এরপর বেশ কয়েকবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেও কখনওই জার্সিটা গায়ে চাপানো হয়নি। তবে, এবার বিশ্বকাপেই সেই সুযোগটা পেয়ে যেতে পারেন তিনি।

তবে, রাব্বির সুযোগ আসতে পারে, যদি কি না দু:সংবাদ দেন ওই তাসকিন আহমেদ। এই পেসার এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত। এর সাথে আছেন স্পিনার আরাফাত সানিও। লড়াইটা প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের খড়গ থেকে মুক্তি পাবার।

আরাফাত সানি শনিবারই পরীক্ষা দিয়ে এসেছেন চেন্নাইতে। তাসকিনের পরীক্ষা আজই। এদের পরীক্ষার ফল পাওয়া যাবে কয়েকদিনের মধ্যেই। তবে এই দুই ক্রিকেটারের ফল যেটাই আসুক শুধু সেটা নিয়েই ভাবছে না টিম ম্যানেজম্যান্ট। এদের জায়গায় বিকল্প ক্রিকেটারও চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। তবে প্রাথমিকভাবে বিকল্প ক্রিকেটারের তালিকায় আছেন পাঁচ ক্রিকেটার।

পরীক্ষায় তাসকিনের ব্যাপারে নেতিবাচক কোনো ফল এলে কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ অথবা শফিউল ইসলামের মধ্যে কোনো একজন বাংলাদেশ দলের সাথে যোগ হবেন। এছাড়া স্পিনার সানি পরীক্ষায় উতরে যেতে না পারেন তার জায়গায় নেয়া হবে সাকলাইন সজিব অথবা সানজামুল ইসলামকে।

তাসকিনের বদলি হিসেবে তিন জনের নাম শোনা গেলেও একটি নামে বেশি জোর দেয়া হচ্ছে। জানা গেছে তাসকিনের বোলিং অ্যাকশনে সমস্যা ধরা পড়লে বিকল্প হিসেবে রাব্বিই বাংলাদেশ দলে ঢুকবেন। এরই মধ্যে নাকি রাব্বির ভারতের ভিসাও করে ফেলা হয়েছে। সানির বদলিও প্রায় চূড়ান্ত। তার জায়গায় দুজনের নাম শোনা গেলেও দলে সাকলাইন সজিবের অন্তর্ভূক্তির সম্ভাবনাই বেশি। তবে সাকলাইনের ভিসা করে রাখা হয়েছে কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এমন শোনা গেলেও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এসব বিষয়ে পরিষ্কার করে কিচু বলছেন না এখনো, ‘বিকল্প তো ভেবে রাখতেই হবে। তবে এ বিষয়টি আসলে নির্বাচকদের বিষয়। সময় হলেই তা জানা যাবে। যতদুর জানি, চারজনকে বিকল্প হিসেবে রাখা হয়েছে।’

সর্বশেষ আপডেটঃ ৫:৫৪ অপরাহ্ণ | মার্চ ১৪, ২০১৬