আজ ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজির যোগদান
ফাহিম মোঃ শাকিলঃ ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা নিয়ে গঠিত ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
আজ ১৪ মার্চ বেলা ১২.৩০ টায় তিনি তাঁর বর্তমান অস্থায়ী কার্যালয়ে এসে উপস্থিত হন। আগে থকেই তাকে বরনের জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছিল ময়মনসিংহ পুলিশ প্রশাসন।
যোগদানে সময় ময়মনসিংহ রেঞ্জের প্রথম ডিআইজি আব্দুল্লাহ আল মামুন কে ফুলের শুভেচ্ছা জানান ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মঈনুল হক, নেত্রকোণা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, শেরপুর জেলা পুলিশ সুপার মেহেদুল করিম ও জামালপুর জেলা পুলিশ নিজাম উদ্দিনসহ পুলিশের কর্মকর্তাগণ। এ সময় আরও শুভেচ্ছা জানান জেলা পরিষদ প্রশাসক এড. জহিরুল হক খোকা, পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন, নাগরিক আন্দোলনের সভাপতি এড. আনিসুর রহমান খান, নুরুল আমিন কালাম, জেলা মটর মালিক সমিতির সভাপতি ও আ’লীগ নেতা মমতাজ উদ্দিন মন্তা, জাসদ নেতা এড. সাদিক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এড. নুরুজ্জামান খোকনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ। তারা ফুলের তোরা দিয়ে ডিআইজি হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কে বরন করেন।
পুলিশ সম্মাননা প্রদান করার পর ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সরকার যে উদ্দেশ্যে ময়মনসিংহকে বিভাগ গঠন করেছে তা বাস্তবায়ন এবং জনগণের সেবা করতে সকলের সহযোগিতার কামনা করেন।
বরন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর পুলিশ প্রশাসন কর্মকর্তা হারুন জানান , মাননীয় ডিআইজি স্যার অত্যন্ত ভালো মনের মানুষ। তাঁর আসার পর ময়মনসিংহ পুলিশ বিভাগ আরও উন্নয়নের সাথে সামনের সমস্যা গুলকে মোকাবেলা করবে বলে সে বিশ্বাস করেন।
ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ১৯৮৯ সালে ৮ম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স করেন। চাকরি জীবনের শুরুতে ডিএমপি, এপিবিএন, ব্রাহ্মণবাড়িয়া সার্কেল এএসপি, রায়গঞ্জ সার্কেল এএসপি-সিরাজগঞ্জ, হাজিগঞ্জ সার্কেল এএসপি-চাঁদপুর, অতিরিক্ত পুলিশ সুপার-চাঁদপুর, ডিএমপি, পুলিশ সুপার-নীলফামারী, ডিসি- ডিএমপি, অতিঃ ডিআইজি- ঢাকা রেঞ্জ, ডিআইজি (অপারেসন্স)-পুঃ হেঃ কোঃ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি বসনিয়া হার্জেগোভিনা, লাইবেরিয়া ও দারফুর শান্তি রক্ষা মিশনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। সততা, সুনাম ও বাংলাদেশ পুলিশে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত হন।
উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর পুলিশের উপ-মহা পুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ময়মনসিংহ বিভাগের প্রথম রেঞ্জ ডিআইজি হিসেবে নিয়োগ দেন।
গত ১১ মার্চ শুক্রবার জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং তার সাথে আসা মন্ত্রী ও সচিবদের বহর ময়মনসিংহ বিভাগীয় অফিসে জন্য কয়েকটি জায়গা পরিদর্শন করেছেন।