ধোবাউড়ায় ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রাথমিক বাছাইপর্বে দলীয় সম্ভাব্য প্রাথী ৪৫ জন
ধোবাউড়া প্রতিনিধি:
আজ রবিবার মনোনয়ন ক্রয় ও জমাদানের শেষ দিনে এসে ধোবাউড়ায় সাতটি ইউনিয়নের মোট ৪৫ জন সম্ভাব্য প্রার্থীর দলীয় মনোনয়ন ফরম জমা পড়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলের সবচেয়ে আলোচিত তিন প্রার্থী ২নং গামারীতলা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শওকত উসমান, আইন বিষয়ক সম্পাদক প্রভাষক উসমান আলী এবং বাঘবেড় ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ নেতা ও জেলা যুবলীগের সদস্য পর পর ২ বার ইউপি নির্বাচনে অংশগ্রহনকারী আজহারুল ইসলাম খাইর্বল। দীর্ঘ প্রতিৰার পর রবিবার দিনের শেষভাগে এসে মনোনয়ন ফরম জমা দেন তারা। এছাড়া এইদিন মনোনয়ন ফরম জমা দেন সদর ইউনিয়নের মো: নূরে আলম, গোয়াতলা ইউনিয়নের রফিকুল ইসলাম ওরফে লিটন মাস্টার, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের রেনু মিয়া, দ: মাইজপাড়া ইউনিয়নের ফজলুল হক, বাঘবেড় ইউনিয়নের শফিকুল ইসলাম সহ সাত ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা। এর মধ্য দিয়ে উপজেলা আওয়ামীলীগের প্রথম দফায় প্রার্থী বাছাই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হল। এদিকে উপজেলা আওয়ামীলীগের মনোনয়ন জমাদান পর্ব শেষ হতে না হতেই বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন। এর মধ্যে ঘোষগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাবেক জনপ্রিয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল বারেক ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক প্রভাষক সুলতান মামুন (রতন) বলেন,‘আসন্ন ইউপি নির্বাচনে সাতটি ইউনিয়নেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে। এবার লাঙ্গল প্রতীক পেতে বিভিন্ন ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা যোগাযোগ রৰা করে চলছেন। তবে নির্বাচনে অবশ্যই জাতীয় পার্টির প্রার্থী বাছাইয়ে কিছু চমক থাকতে পারে।’