শ্রীবরদীতে পিয়নের অনিয়ম তদন্তে তদন্ত দল ব্যাংকে
শ্রীবরদী প্রতিনিধি, ১৩ মার্চ ২০১৬, রবিবার
বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীবরদী শাখার সাবেক প্রভাবশালী পিয়ন ও বর্তমানে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি কৃষি ব্যাংকে পিয়ন হিসেবে কর্মরত সালামত উল্লাহর অনিয়মের আজ রোববার শ্রীবরদীতে তদন্ত দল ঘটনাস’ল পরিদর্শন করেছে। নানা অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ কৃষি ব্যাংক শেরপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তার নির্দেশে মুখ্য কর্মকর্তা হাবিবুজ্জামান হাবিব ঘটনাস’ল পরিদর্শন করেন। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় ব্যাংকের গ্রাহক ও স্থানীয় সাংবাদিকসহ সুশীল সমাজের কাছ থেকে এ বিষয়ে তদন্ত দল কথা বলেন। প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা খুজে পায় তদন- দল। জানা যায় ব্যাংক পিয়ন সালামত শ্রীবরদী থেকে অন্যত্র বদলী হলেও ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুশফিকুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে এক শ্রেণীর সাংবাদিকদের দিয়ে ভুয়া সংবাদ প্রকাশ ও বিভিন্ন রকম হয়রানি করে আসছিল। এরই ধারাবাহিকতায় কর্মকর্তার নির্দেশে তদন্ত দল ঘটনাস্থলে এসে তদন্ত করে যায়।