| বিকাল ৪:২৭ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুর থেকে চুরি যাওয়া ষাড় গরু পূর্বধলায় উদ্ধার, আটক -৪

তিলক রায় টুলু  ১৩ মার্চ ২০১৬, রবিবার,
পূর্বধলা উপজেলার সাউদকোনা গ্রামে পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি ষাড় গরুসহ ৪ গর্ব চোরকে আটক করে পূর্বধলা থানা পুলিশের কাছে সোর্পদ করে স’ানীয় জনতা।
পূর্বধলা থানার এস আই সুলতান জানান উপজেলার সাউদকোনা গ্রামে উপর দিয়ে শুক্রবার একটি ষাড় গরু নিয়ে যাওয়ার সময় স’ানীয় জনতা তাদের জিঞ্জাসাবাদ করলে তাদের কথাবার্তা এলোমেলো বলায় তাদের সন্দেহ হলে স’ানীয় লোকজন তাদের আটক করে পূর্বধলা থানা পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ষাড় গরুসহ ৪ গরু চোর কে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পাঁচকাহনিয়া গ্রামের মোঃ ফজলুল হকের পুত্র মোঃ হারুন মিয়া (২০), আঃ রামিদের পুত্র মোঃ ওমর ফারুক (২০), গিয়াস উদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম (১৯), মোঃ হারুন অর রশিদের পুত্র শামীম (২২)।
এ দিকে খবর পেয়ে গর্বর মালিক গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের নছর উদ্দিনের পুত্র কৃষক দুলাল মিয় পূর্বধলা থানায় এসে গরু শনাক্ত করে। এ ব্যাপারে গৌরীপুর থানায় মামলা থাকায় পূর্বধলা থানা পুলিশ ৪ চোরসহ উদ্ধারকৃত ষাড় গর্ব গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে গৌরীপুর থানা পুলিশ শনিবার উদ্ধারকৃত গর্ব মালিকের জিম্মায় এবং ৪ গর্ব চোরকে বিজ্ঞ আদালতে প্রেরন করে।

সর্বশেষ আপডেটঃ ৮:০৫ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০১৬