বাজিতপুরে ১১০জন গ্রাম পুলিশ ৪মাস ধরে বেতন পাচ্ছে না
বাজিতপুর সংবাদদাতাঃ-১৩ মার্চ ২০১৬, রবিবার,
কিশোরগঞ্জের বাজিতপুর ্উপজেলার আড়াই লাখ জনসংখ্যা অধ্যুষিত এলাকার ১১টি ইউনিয়নের ১১০ জন গ্রাম পুলিশ সদস্য গত ডিসেম্বর হতে মার্চ পর্যন্ত ৪ মাসের বেতন সরকারী-ইউনিয়ন পরিষদ কর্তৃক বেতন না পাওয়ায় প্রত্যেকের পরিবার পরিজন নিয়ে দূর্বিসহ জীবন যাপন করছে। ভুক্তভোগী ইউপি গ্রাম পুলিশ সদস্যরা আজ সাংবাদিকদের নিকট অভিযোগ করেন। হালিমপুর ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান মঈনউদ্দিনের আমলে গ্রাম পুলিশ বকুল মিয়ার ৬ মাসের বেতন ও মহলৱাদার সরাজ মিয়া ২৪ মাসের বেতন দেয়নি বলে তারা জানান। ভুক্তভোগী বিভিন্ন ইউনিয়নেরর গ্রাম পুলিশ সামসুউদ্দিন, দফাদার মানিক মিয়া সহ ১৫-২০ জনের সঙ্গে আজ রবিবার দুপুরে আলাপ করলে জানাযায়, মাসে অন্তত ৪ দিন থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে হাজিরা দিতে হয়। কিন’ বেতন তো পাচ্ছিনা বরং ৪ দিনের যাতায়াত খরচ জোগাড় করতে গিয়ে কষ্ট করতে হচ্ছে। তারা আরো বলেন, সরকারী ভাবে প্রত্যেক গ্রাম পুলিশের সম্মানী ভাতা ১৫শত টাকা ও ইউনিয়ন পরিষদ হতে বাকি ১৫শত টাকা বেতন পাওয়ার কথা থাকলেও সময় মত না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে দূর্বিসহ জীবন যাপন কাটাতে হচ্ছে তাদের। এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা এ জেড এম সারজিল হাসান আজ রবিবার জানান, এ সপ্তাহের মধ্যে গ্রাম পুলিশের সরকারী সম্মানী ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বলে উলেৱখ করেন।