| রাত ১০:২৬ - রবিবার - ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মরেও শান্তি পায়নি ওরা ত্রিশালে কবর খুঁড়ে ১০ কংঙ্কাল চুরি, এলাকায় আতংক

এইচ.এম জোবায়ের হোসাইন, ত্রিশাল অফিস, ১৩ মার্চ ২০১৬, রবিবার,
ময়মনসিংহের ত্রিশালে কবর খুঁড়ে ১০ কঙ্কাল চুরির খবর পাওয়াগেছে। এতে এলাকায় আতংক বিরাজ করছে। তিন রাতে উপজেলার রামপুর ইউনিয়নের দরিলৱ্যা, খাবলাপাড়া, কাকচর উত্তরপাড়া ও পৌর এলাকার বড়কুমা গ্রাম থেকে দশটি কবরের কংকাল চুরি হয়েছে বলে সরে জমিনে জানাযায়।
সরে জমিনে স’ানীয়দের সাথে কথা বলে জানাযায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর উত্তরপাড়া গ্রামের ৩ বছর পূর্বে মারা যাওয়া আছমত আলী, ২বছর পূর্বে মারা যাওয়া রজব আলী, ৫ বছর পূর্বে মারা যাওয়া আব্দুল বারেক ও পার্শ্ববর্তী দরিলৱ্যা গ্রামের ৩ বছর পূর্বে মারা যাওয়া ক্বারী আবুল কালামের কবর খুঁড়ে কংঙ্কাল চুরি হয়।
পরের দিন শুক্রবার রাতে একই ইউনিয়নের খাবলাপাড়া গ্রামের ৬ মাস পূর্বে মারা যাওয়া আবু তাহের, বড়কুমা গ্রামের হামিদা খাতুন, ২ বছর পূর্বে মারা যাওয়া আইনুল হক, ৭ বছর পূর্বে মারা যাওয়া মুঞ্জু মিয়া ও প্রায় ১০ বছর পূর্বে মারা যাওয়া জৈনুদ্দিনের কবর খুঁড়ে কঙ্কাল চুরি হয়। গত শনিবার রাতে পৌর এলাকার বড়কুমা গ্রামের আশরাফ আলীর কবর খুঁড়ে কঙ্কাল চুড়ি হয়।
৩ রাতে একই ইউনিয়নের পাশাপাশি গ্রামগুলো থেকে ১০ টি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। কঙ্কাল চুরের কবরের পায়ের দিক অথবা মাঝখানে খুড়ে কঙ্কালগুলো চুরি করেছে বলে সরে জমিনে দেখা যায়।
গত শনিবার রাতে পৌর শহরের খাবলাপাড়া এলাকায় স’ানীয় সাংবাদিক মতিউর রহমানের পিতা মরহুম আব্দুল গণি মাস্টারের কবর খুঁড়ে কঙ্কাল চুরি চেষ্ঠা করে। তবে কবরটিতে নতুন মাটি দিয়ে মেরামত করার কারনে তাতে তারা সফল হতে পারেনি বলে জানার সাংবাদিক মতিউর রহমান। তিনি আরো জানান, মৃত্যু বরণ করে মানুষ কবরে গিয়েও শান্তি পাচ্ছেন না।
খাবলাপাড়া গ্রামের মৃত আবু তাহেরের পিতা আব্দুল মান্নান জানান, সকাল বেলা পারিবারিক কবর স্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি কবরটি খনন করা। পরে এলাকার লোকজন দেখে বলে কবরটি খনন করে কঙ্কাল চুড়ি হয়েছে। এসব ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কংকাল চুরির খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) শামীম ঘটনাস’ল পরিদর্শন করেছে।

সর্বশেষ আপডেটঃ ৭:১৫ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০১৬