| সন্ধ্যা ৬:৩৯ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তাড়াইলে বঙ্গবন্ধুর জন্মদিন ও স্বাধীনতা দিবস উদ্‌যাপনে প্রশাসনের প্রস্ততি সভা অনুষ্ঠিত

 

আমিনুল ইসলাম বাবুল :১৩ মার্চ ২০১৬, রবিবার,
কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা প্রশাসনের ব্যবস’াপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের প্রস’তিমূলক সভা গতকাল রোববার বিকালে উপজেলা পরিষদ সভাকৰে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সময় বক্তব্য রাখেন, তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন ভূঞা কাঞ্চন, সহকারী কমিশনার (ভূমি) অন্নর্পূণা দেবনাথ, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার শওকত জাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ মো. গিয়াস উদ্দিন লাকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আবদুল হাই, উপজেলা স্বাস’্য প্রশাসক ডা. এহসানুল হক মুকুল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, রাউতি ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন তারেক, ব্যবসায়ি মো. শাহাব উদ্দিন ভূঞা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ভূঞা বাবুল, গণতন্ত্রী পাট্টির সভাপতি অধীর ভৌমিক মধু, পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর ভৌমিক, সাধারণ সম্পাদক রবীন্দ্র সরকার প্রমুখ। সভায় উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ উপজেলা কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপসি’ত ছিলেন। আলোচনা শেষে দিবস দু’টি পালনে বিস্তারিত কর্মসূচি সিদ্ধান্ত গৃহিত হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৮ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০১৬