| সন্ধ্যা ৭:৩০ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে ‘কাইযেন’ কনভেনশন

কিশোরগঞ্জ প্রতিনিধি,  ১৩ মার্চ ২০১৬, রবিবার,
কিশোরেগঞ্জের বিভিন্ন দপ্তরের ক্ষুদ্র ক্ষুদ্র উন্নয়ন প্রকল্পের মাধ্যমে অব্যাহত উন্নয়নের লৰে কাইযেন সম্মেলনের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কৰে রোববার সকালে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিএসএম জাফরউলৱাহ। এতে লোক প্রশাসন প্রশিৰণ কেন্দ্রের পরিচালক মো. আবদুল হাকিম, উপ-পরিচালক মোস্তাক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান শাহীন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. আসাদ উলৱাহ, মিঠাইমন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সাহিদ, হোসেনপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা সারোয়ার প্রমুখ আলোচনায় অংশ নেন। সম্মেলনে জেলার ২৩টি সরকারি বিভাগের ৰুদ্র উন্নয়ন উদ্যোগ নিয়ে গৃহীত কর্মকা- উপস’াপন করা হয়। পরে ভোটাভুটিতে তিনটি প্রতিষ্ঠানকে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি দেয়া হয়েছে। সদর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসৈর কাইযেনটি ভোটে প্রথম স’ান অধিকার করেছে। দ্বিতীয় হয়েছে সদর উপজেলা ভূমি অফিস, আর তৃতীয় হয়েছে জেলা স্বাস’্য বিভাগ।

সর্বশেষ আপডেটঃ ৬:৪৫ অপরাহ্ণ | মার্চ ১৩, ২০১৬