জমি নিয়ে বিরোধে ১৭ মাসের শিশুর পেটে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার | ১৩ মার্চ ২০১৬, রবিবার,
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জমি নিয়ে বিরোধে ১৭ মাস বয়সী এক শিশুকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষের লোকজন। আজ রোববার বেলা ১১টায় উপজেলা সদরের চণ্ডীপাশায় এ ঘটনা ঘটে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, আহত শিশুর বাবা দীন মোহাম্মদের সঙ্গে প্রতিবেশী শাহজাহানের জমি নিয়ে বিরোধ ছিল। আজ বেলা ১১টায় শাহজাহান বিরোধপূর্ণ জমিতে ঘর তুলেত গেলে দীন মোহাম্মদ এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহজাহান দা দিয়ে তাঁকে কোপ দিতে গেলে তিনি পালিয়ে যান। এ সময় ঘরে থাকা দীন মোহাম্মদের মেয়ে বীথিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন শাহজাহান। ছুরিটি বীথির পেট ভেদ করে পিঠের দিকে বেরিয়ে গেছে। শিশুটির পেট থেকে নাড়িভুঁড়ি বাইরে চলে এসেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার সময় শিশুটির পেটে ছুরিটি বিদ্ধ ছিল। পুলিশ বিরোধপূর্ণ জমি থেকে ঘর নির্মাণের সামগ্রী জব্দ করে থানায় নিয়ে এসেছে। শাহজাহানকে ধরতে অভিযান চলছে পুলিশের।ছুরিকাহত শিশুটির মা রুবিনা এ ঘটনায় জড়িত শাহজাহানের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘পেটে ইনজুরি নিয়ে একটি শিশু এসেছে। তার অবস্থা খুবই খারাপ। আমরা সঙ্গে সঙ্গে ভর্তি করেছি। শিশু সার্জারি বিভাগে তাকে পাঠানো হয়েছে।’