ফুলপুরের স্কুলছাত্র বাবুল অপহরনের ২দিন পর গৌরীপুর থেকে উদ্ধার ঃ গ্রেফতার-১
শাহ আলম উজ্জ্বল, ১৩ মার্চ ২০১৬, রবিবার,
ময়মনসিংহের ফুলপুর উপজেলার পল্লী থেকে মুক্তিপনের দাবিতে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্র বাবুলকে অপহরনের ২দিন পর গৌরীপুর থেকে গোয়েন্দা পুলিশ অপহৃতকে উদ্ধার এবং অপহরনকারীকে গ্রেফতার করেছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান জেলার ফুলপুর উপজেলার পুড়ার কান্দা গ্রামের সৌদি প্রবাসী দুলালের ছেলে সঞ্জুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্র বাবুলকে অপহরকারী চক্র কৌশলে গত শুক্রবার সকালে নিয়ে গিয়ে মোবাইল ফোনে পরিবারের কাছে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে।
পুলিশ জানায় অপহরকারী চক্র অপহৃতের পরিবারকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে পরে পরিবারের লোকজন ছেলেকে উদ্ধারের জন্য গতরাতে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠায়।
বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানালে উপ-পরিদর্শক মফিজুল ইসলাম মফিজ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আজ রবিবার ভোরে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান-বর্তী গৌরীপুর উপজেলার বড়ই কান্দি গ্রাম থেকে স্কুল ছাত্র বাবুলকে উদ্ধার এবং অপহরনকারী আলামিন (২২) ওরফে রিফাতকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অপহরকারী চক্রের প্রধান আলামিন(২২) ওরফে রিফাতের বাড়ি জেলার নান্দাইল উপজেলার আচারগাঁও ঝাউগড়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।#