সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইউ’র মাসব্যাপী সাক্ষর সংগ্রহ

স্টাফ রিপোর্টার | ১২ মার্চ ২০১৬, শনিবার,
সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাকান্ডের রহস্য উন্মোচন, খুনীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আগামী এক মাস সাংবাদিকদের স্বাক্ষর সংগ্রহ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। আগামী ১৫ই মার্চ থেকে ওই সাক্ষর ডিআরইউ এর চত্ত্বরে এবং প্রত্যেক গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে সংগ্রহ করা হবে। এরপর সংগৃহীত স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীকে দেয়া হবে। গতকাল সকালে রাজধানীর সেগুন বাগিচায় ডিআরইউ কার্যালয়ে সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ এক লিখিত বক্তব্যে বলেন, ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় আমাদের সহকর্মী ও ডিআরইউয়ের সদস্য মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়। পেশাদার দুই সাংবাদিকের এই নৃশংস হত্যার খবর জেনে সারা দেশের মানুষ শিউরে উঠে। ওই হত্যাকান্ডের প্রায় ৪ বছর পার হলেও এখন পযর্ন্ত কোন কিনারা হয়নি।
তিনি আরও বলেন, হত্যাকান্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনের রহস্য উম্মোচন ও খুনীদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও ৪৮ মাসে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়নি। গত ১১ ফেব্রুয়ারি সাগর-রুনী হত্যাকান্ডের চার বছর পূর্ণ হওয়ার দিনে ডিআরইউ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশ থেকে ডিআরইউ নেতৃবৃন্দ এক মাসের মধ্যে এই হত্যা মামলার তদন্তের দৃশ্যমান অগ্রগতি জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছিলেন। বেঁধে দেয়া সময়ের মধ্যে তদন্তের অগ্রগতি জানাতে ব্যর্থ হলে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়ে দেয়া হয়েছিল।
তিনি আরও বলেন, ডিআরইউ ঘোষিত এক মাসের আল্টিমেটাম গতকাল ১০ মার্চ শেষ হয়েছে। এই সময়ের মধ্যে খুনীদের চিহ্নিত করা তো দূরের কথা, মামলা তদন্তে কোনো রকম অগ্রগতির কথা জানাতে পারেননি সংশ্লিষ্টরা। গত ২৮ ফেব্রুয়ারি আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা করতে পারেনি তদন্তকারী সংস্থা। এভাবে সময়ের সঙ্গে সঙ্গে আলোচিত এই ঘটনার সুষ্ঠু বিচার নিয়ে আমাদের সংশয় বাড়ছে। তিনি আরও বলেন, সাগর ও রুনির হত্যার বিচারের দাবিতে ১৫ই মার্চ থেকে স্বাক্ষর সংগ্রহ শুরু হবে। ডিআরইউ কার্যালয়েরর পাশাপাশি আমরা প্রত্যেক গণমাধ্যমের কার্যালয়ে গিয়েও ওই সাক্ষর সংগ্রহ করবো। এরপর সংগৃহীত স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীকে দেওয়া হবে।
ডিআরইউয়ের সভাপতি জামাল উদ্দিন বলেন, সাগর-রুনির রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের হত্যার রহস্য উম্মোচন ও বিচার না হওয়া পযর্ন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। তাদের বিচার নিয়ে কোন তামাসা মেনে নেয়া হবেনা বলে তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন।
সংবাদ সম্মেলনে এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, দপ্তর সম্পাদক মেহ্দী আজাদ মাসুম, কল্যাণ সম্পাদক জিলানী মিলটন প্রমুখ।