| সকাল ১১:৫০ - বৃহস্পতিবার - ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নৌকা-ধানের শীষে আপন চাচা-ভাতিজা প্রার্থী

রফিক বিশ্বাস, তারাকান্দা(ময়মনসিংহ) থেকে: ১২ মার্চ ২০১৬, শনিবার,

৩১ মার্চ দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহে তারাকান্দা উপজেলা প্রতীক বরাদ্দ না হলেও আওয়ামীলীগ এবং বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা পথসভা,গনসংযোগও দলীয় কর্মীদের নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ঢাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী প্রাক্তন চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার নৌকা প্রতীক ও ভাতিজার্ প্রাক্তন চেয়ারম্যান মরহুম রিয়াজ উদ্দিন তালুকদারের পুত্র ও তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এর ছোট ভাই জোবায়ের হোসেন তালুকদার ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন। একই বাড়িতে আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থী হওয়ায় সংকটে পড়েছে স্বজনেরা। ইউপি নির্বাচনে ঢাকুয়া ইউনিয়নে প্রধান দু’দলের প্রতিদ্বন্দি করছেন চাচা- ভাতিজা।পথসভা,গনসংযোগ চালাচ্ছেন দু’জনেই সমান তালে। নব্য আওয়ামীলীগ নেতা প্রাক্তন চেয়ারম্যান ইকরামুল হক তালুকদার দলীয় মনোনয়ন পাওয়ায় স’ানীয় নেতা কর্মীরা সংকটে পড়েছেন। প্রবীন আওয়ামীলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মন্ডল দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন- প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিচ্ছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৪১ অপরাহ্ণ | মার্চ ১২, ২০১৬