| সন্ধ্যা ৭:৫০ - সোমবার - ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শেরপুরের শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

শেরপুর প্রতিনিধি: ১২ মার্চ ২০১৬, শনিবার,
শেরপুরের শ্রীবরদী পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. আবু সাইদ ও ১২ ওয়ার্ড কাউন্সিলর দায়িত্ব গ্রহণ করেছেন। গত ১০ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর সচিব শরাফত আলী।
এ সময় বক্তব্য দেন নবনির্বাচিত মেয়র মো. আবু সাইদ, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল হালিম, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য আবু সাইদ সুস্থ হয়ে ফেরায় রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করে বলেন, আলৱাহর অশেষ মেহেরবাণী এবং শ্রীবরদীবাসীর ভালোবাসার কারণে তিনি সবার মাঝে আবার ফিরে এসেছেন। তিনি পৌরসভা তথা জনগণের উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। বিশেষ করে পৌরভবন নির্মাণ, রাস্তাঘাট, বর্জ্য অপসারণ, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ শ্রীবরদীকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। সেইসঙ্গে কর আদায়ের বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনায় এনে নিজ নিজ পৌর কর যথাসময়ে পরিশোধের জন্য তিনি পৌরবাসীর প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে শ্রীবরদীর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপসি’ত ছিলেন।
উলেৱখ্য, গত ১০ ফেব্র্বয়ারী শ্রীবরদী পৌর শহরের জালকাটা এলাকায় চিতা বাঘের থাবায় নবনির্বাচিত পৌর মেয়র আবু সাইদ গুর্বতর আহত হন। এ সময় বাঘের আক্রমণ থেকে মেয়রকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হন। পরে উত্তেজিত জনতার পিটুনিতে বাঘটি মারা যায়। আহত আবু সাইদ দীর্ঘ এক মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাগ্রহণশেষে গত বৃহস্পতিবার শ্রীবরদীতে ফিরে এসে পৌরসভার দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৩২ অপরাহ্ণ | মার্চ ১২, ২০১৬